HotNes24 logo
২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন
🚨সতর্কতা🚨 এই মুহুর্তে অনেকেই আন্দোলনে যোগ দিচ্ছেন। সবাইকে আমরা স্বাগত জানাই। এই আন্দোলনে দল-মত নির্বিশেষে সবাই আসুক এটাই আমাদের কাম্য। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যাদের মিনিমাম আওয়াজ তুলতে ১২-১৩ বা আরো বেশি দিন লেগেছে তারা আসলেই নিজেদের ভুল বুঝতে পেরে আন্দোলনে যোগ দিচ্ছে নাকি কোথাও থেকে ইশারা পেয়ে একসাথে নেমেছে এটাও মাথায় রাখতে হবে। যখনই কেউ আন্দোলনে এসে আসল সমস্যা না বলে ঘুরায় প্যাচায় মায়া কান্না করবে কিন্তু মূল জায়গা নিয়ে কথা বলবে না, তখনই এদের থেকে সতর্ক হয়ে যাবেন। আমাদের রক্ত এখনো শুকায়নি। এখনো আহত অনেকে আমাদের ছেড়ে শহীদের দলে যোগ দিচ্ছেন। নতুন নতুন ভিডিও ফুটেজে আমরা আরো নির্মমতা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সব শক্তি খরচ করে হত্যার দৃশ্য, ঠান্ডা মাথায় গুলির দৃশ্য।
admin
Join Us SMsudipBD.Com

No Comments

    Be first Make a comment.

Select Categories